সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৪

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ববি 

প্রকাশিত: ২ জুন ২০১৯  

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা ববি। সম্প্রতি মিরপুরের একটি এতিমখানায় সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এই শিল্পী। সঙ্গে ববি অভিনীত ‘নোলক’ ছবির পরিচালক-প্রযোজক সাকিব সনেটও। ববি বলেন, ‘এই শিশুদের সঙ্গে সময় কাটিয়ে যে আনন্দ পেয়েছি, তা লাখ টাকা খরচ করেও পাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা গত ৫ এপ্রিল না ফেরার দেশে চলে গেছেন। বাবা সব সময় অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতেন। আমি সেই মহৎ গুণ অনুসরণ করছি মাত্র। রমজান শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার এই এতিমখানায় আসি, ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই।’

এদিকে, এই ঈদে দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নোলক’। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও ববি। ছবির পরিচালক ও প্রযোজক সাকিব সনেট। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু প্রমূখ।

এই বিভাগের আরো খবর